Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

 

সুজলা-সুফলা,শস্য-শ্যামলা  রাজাপুর উপজেলা। আবাহমান বাংলার নিসর্গের কবি জীবনানন্দ দাসজীবনানন্দ দাসের ধানসিড়ি বিধৌত রাজাপুর উপজেলাটি ঝালকাঠি জেলার ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটি উপজেলা। এ উপজেলার অধিকাংশ লোক শিক্ষিত। এখানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। যার মধ্যে আছে শের-এ বাংলা এ.কে. ফজলুল হকের মামাবড়ি, ইন্দ্রপাশা কেলা বাড়ি, মোঘল আমলে নির্মিত একাধিক সুরম্য মসজিদ। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এ উপজেলাটি বেশ অগ্রগামী রয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের সুবিধা। তথ্য প্রযুক্তির এ যুগে সময়ের দাবী পূরনের ক্ষেত্রে রাজাপুর উপজেলার উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করছি। 

 

রাহুল চন্দ
উপজেলা নির্বাহী অফিসার
রাজাপুর, ঝালকাঠি ।