গৌর সুলতানের আমলে চন্দ্রদ্বীপের দক্ষিন অঞ্চল দুই পাঠানসরদার শাসন করতেন। তাদের একজনের নাম ছিল রেজা খান, রেজা খান এ অঞ্চলেরপ্রধান ছিলেন।
১৯২০ সালে রেজা খান এ অঞ্চলে প্রধান কার্যালয় স্থাপন করেন।তার নামানুসারে এ স্থানের নাম রাখা হয় রয়েজা পুর। পরবর্তীতে রয়েজাপুর রাজাপুর নাম ধারন করে। ১৯৩৭ সনে রাজাপুরে পুলিশ ষ্টেশন স্থাপিত হয়। ১৯৮৩সনে রাজাপুর থানা মােন উন্নীত থানা হিসাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে এবং ১৯৮৫ সনে
উপজেলা সৃষ্টি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস