আগামী ১২ ডিসেম্বর ২০২২ তারিখে দেশব্যাপী ৬ষ্ঠ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপিত হবে । ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষ্যে অনলাইন কইুজ প্রতিযোগিতা আয়োজনে www.quiz.digitalbangladesh.gov.bd পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্ত ০১ নভেম্বর ২০২২ খ্রি. হতে ২৬ নভেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ” ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২” উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কইুজ প্রতিযোগিতা ২০২২ এ ৮-১২ বছর বয়সী বাংলদেশী শিশু -কিশোরগণ ক-গ্রুপে এবং ১৩-১৮ বছর বয়সী শিশু -কিশোরগণ খ-গ্রুপে এবং ১৯ থেকে তদুর্ধ্ব বয়সী বাংলাদেশী শিশু -কিশোরগণ গ-গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন । ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কইুজ প্রতিযোগিতা ২০২২ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী www.quiz.digitalbangladesh.gov.bd, www.ictd.gov.bd, www.doict.gov.bd, www.rajapur.jhalakathi.gov.bd এবং www.doict.rajapur.jhalakathi.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS